দুর্যোগে নারীর সুরক্ষায় দরকার সচেতনতা সৃষ্টি এবং সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ এই স্লোগানে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন উপলক্ষ্যে সম্মাননা প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ অক্টোবর ২০২৪ মঙ্গলবার বিকাল ৩ টায় নগরীর ফকিরবাড়ি রোডস্থ আইসিডিএ মিলনায়তনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন পর্ষদ বরিশাল’র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ম্যাপ এর নির্বাহী পরিচালক ও কোস্টাল রিসোর্স ম্যানেজমেন্টর সহসভাপতি শুভংকর চক্রবর্তীর সঞ্চালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন উদযাপন পর্ষদ’র সভাপতি বরিশাল এনজিও ডেভলপমেন্ট নেটওয়ার্ক (বিএনডিএন) সভাপতি আনোয়ার জাহিদ। অন্যান্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা কমিটির সহ-সভাপতি নারী নেত্রি শাহ সাজেদা, বরিশালের সাধারণ নাগরিক সমাজ’র আহবায়ক কাজী মিজানুর রহমান ফিরোজ, সম্মিলিত সামাজিক আন্দোলন-বরিশাল’র সভাপতি অধ্যাপক টুনু রানী কর্মকার, আইসিডিএ’র সাবেক নির্বাহী পরিচালক এবং বর্তমান উপদেষ্টা পরিষদ সদস্য সালমা খান, উন্নয়ন সংস্থা ওআরডিপি নির্বাহী পরিচালক মো: জাকির হোসেন পান্নু, আইসিডিএ’র নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল, পিডিও সম্পাদক রনজিত দত্ত, আরোহী নির্বাহী পরিচালক খোরশেদ আলম, বিশিষ্ট সমাজকর্মী নজরুল ইসলাম খান, অধ্যাপক আমিনুর রহমান খোকন, নাগরিক উদ্যোগ’র জেলা সমন্বয়কারী সুপ্রিয় দত্ত প্রমুখ। https://www.facebook.com/profile.php?id=100087416161122
জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে সভা শুরু করা হয়। দেশে ও প্রবাসে সহ সকল পর্যায়ের যারা ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন তাঁদের জন্য সভায় শোক প্রস্তাব এনে বিদেহী আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা এবং সমবেদনা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে গ্রামীণ উন্নয়নে প্রচেষ্টারত সংগ্রামী নারীদেরকে সম্মাননা ক্রেষ্টসহ প্রত্যয়ন পত্র প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত গুনীজনরা হলেন হোসনেয়ারা বেগম, হাসনাহেনা মিনু, লাইজু বেগম, তাহমিনা বেগম, রুমা আক্তার।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে বরিশাল নগরীতে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থা সমুহের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের সংগ্রামী জীবনবৃত্তান্ত পাঠ করা হয়।
COASTAL RESOURCE MANAGEMENT Foundation (CRMF) CRM- Foundation www.crmbd.net Information officer Md. Naymun Islam 01740-665545
Mobie +8801740-665545
Telephone +8802478830691
hrcrmbd@gmail.com
infocrmbd@gmail.com
© This website is owned by CRM Foundation. Copying any of its content is illegal www.crmbd.net
Website Design and Developed by ENGINEERS BD NETWORK