Phone: 02478830691 Mobiel : +8801740665545        hrcrmbd@gmail.com

জাতীয় আইন সহায়তা দিবস ২০২৩। National Legal Aid Day 2023

জাতীয় আইন সহায়তা দিবস ২০২৩। National Legal Aid Day 2023

 

বরিশালে আইন সহায়তা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত র‌্যালি ও আলোচনা সভায় জেলা লিগ্যাল এইড বরিশালের সাথে যৌথভাবে আয়োজন করেন সিআরএম ফাউন্ডেশন। সি আর এম ফাউন্ডেশন গরিব ও অসহায় মানুষের আইন ও অধিকার আদায়ে সচেতনমূলক সভা, কেস রেফার ও বিনামূল্য আইন সহায়তা দিয়ে আসছে।

২৮ এপ্রিল ২০২৩ সকাল ৮ টায় বরিশাল জেলা জজ আদালত থেকে র‌্যালি শুরু হয়ে বরিশাল জেলা শিল্পকলায় গিয়ে শেষ হয়। এর পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহন করেন জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক, অতিরিক্ত ডিআইজি, সকল বিচারকবৃন্দ, পিপি-জিপি, আইনজীবী, এনজিও প্রতিনিধি ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

এবারের থিম ছিলো  : বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন

২৮ এপ্রিল জাতীয় আইন সহায়তা দিবস

 

ভিডিও https://www.facebook.com/watch/?v=758290702430519

নোটিশ