Phone: 02478830691 Mobiel : +8801740665545        hrcrmbd@gmail.com

ওমরা-হজ্ব করার হালাল ফান্ড

আপনি ওমরা অথবা হজ্ব করার ফান্ড খুঁজছেন?

আপনি যদি ওমরা বা হজ্ব করার জন্য হালাল ধার/ফান্ড খুঁজে থাকেন তাহলে সিআরএম এর সদস্য হন। সদস্যদের চাঁদা দিয়ে হজ্বের অর্থ জোগান দেয়া হবে, যাতে কোনো প্রকার সুদ বা লাভ দিতে হবেনা।

শর্তাবলী:

১. যতটাকা খরচ হবে তার অর্থেক টাকা সিআরএম এর সদস্য হিসাবে জমা থাকতে হবে। বাকি অর্ধেক টাকা সিআরএম ধার হিসাবে ফেরৎ পাওয়ার শর্তে প্রদান করবে।

২. আবেদনের পরে ফান্ড থাকার উপরে লটারীর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে যারা ফান্ড অথবা ধার পাবেন।

৩. পুরাতন সদস্যরা অগ্রাধিকার পাবেন।

৪. সিআরএম সদস্যদের সভায় রেজুলেশন হওয়ার পরে কেবল এ সেবা পাওয়া যাবে।

৫. ফান্ড বিবেচনা করে সংখ্যা নির্ধারণ করা হবে।

নোটিশ