Phone: 02478830691 Mobiel : +8801740665545        hrcrmbd@gmail.com

Agriculture

Agriculture

কৃষি ও কৃষক

এসডিজি ১ হলো “সর্বত্র সব ধরনের দারিদ্র্যের অবসান”।

এসডিজি ১ অর্জন করলে ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী চরম দারিদ্র্যের অবসান ঘটবে। এ লক্ষ্যের অগ্রগতি পরিমাপ করার জন্য সাতটি লক্ষ্য এবং ১৩ টি সূচক রয়েছে।পাঁচটি ফলাফল লক্ষ্য হল: চরম দারিদ্র্য দূরীকরণ; সমস্ত দারিদ্র্য অর্ধেক হ্রাস; সামাজিক সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়ন; মালিকানা, মৌলিক সেবা, প্রযুক্তি এবং অর্থনৈতিক সম্পদের সমান অধিকার নিশ্চিত করা; এবং পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয়ের স্থিতিস্থাপকতা তৈরি করা। এসডিজি ১ অর্জনের উপায় এর সাথে সম্পর্কিত দুটি লক্ষ্য হল দারিদ্র্যের অবসানের জন্য সম্পদ সংগ্রহ করা; এবং সকল স্তরে দারিদ্র্য বিমোচন নীতি কাঠামো প্রতিষ্ঠা করা।

চলমান অগ্রগতি সত্ত্বেও, বিশ্বের জনসংখ্যার ১০ শতাংশ দারিদ্র্যের মধ্যে বাস করে এবং স্বাস্থ্য, শিক্ষা, এবং পানি ও স্যানিটেশনের মতো মৌলিক চাহিদা পূরণের জন্য সংগ্রাম করে। নিম্ন-আয়ের দেশগুলিতে চরম দারিদ্র্য রয়ে গেছে বিশেষ করে যারা দ্বন্দ্ব এবং রাজনৈতিক উত্থান দ্বারা প্রভাবিত। সামাজিক নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন না হলে, ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্য নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে। গ্রামীণ দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ১৭.২ শতাংশ এবং শহরাঞ্চলে ৫.৩ শতাংশ (২০১৬ সালে)। যার প্রায় অর্ধেক শিশু।

সেপ্টেম্বর ২০২০-এ প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে যে কোভিড-১৯ মহামারীর কারণে দারিদ্র্য মাত্র কয়েক মাসে ৭ শতাংশ বেড়েছে, যদিও তা গত ২০ বছর ধরে ক্রমাগত কমছে।

বৈদেশিক সাহায্য বাণিজ্যিক আমদানি এই ঘাটতি পূরণ করছে। বেকারত্ব একটি প্রবল সমস্যা এবং বাংলাদেশের কৃষিখাতে উদ্বেগের অন্যতম একটি কারণ।

ভবিষ্যতের সরকারগুলোর জন্যে কর্মসংস্থানের বিকল্প উৎস খোঁজা একটি জটিল সমস্যা হিসেবে দেখা দিবে বিশেষ করে ভূমিহীন চাষীদের নিয়ে যারা গ্রামীণ শ্রমের অর্ধেকের যোগানদাতা।

Foreign aid and commercial imports are meeting this shortfall. Unemployment is a pressing problem and one of the causes of concern in the agricultural 
sector of Bangladesh.Finding alternative sources of employment will be a critical issue for future governments, especially with landless cultivators
who provide half of the rural workforce.
আমাদের জন্মভূমি বাংলাদেশ। সুজলা সুফলা, শস্য-শ্যামলা মলয়জ শীতলা এক অপরূপ অনিন্দ্য সুন্দর বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে নাইকো শেষ বাংলাদেশ। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রক্ষ্মপুত্র ও বুড়িগঙ্গা বিধৌত বাংলার রূপ ও সৌন্দর্যে সবই মনোমুগ্ধকর। বাংলাদেশ সবুজের দেশ। ষড়ঋতুতে বাংলাদেশ বিভিন্ন সাজে সজ্জিত হয়। কবি তাই যথার্থই বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি। কিন্তু আমাদের অপরিণামদর্শী কর্মকাণ্ডের কারণে আজ আমাদের দেশ তথা বাংলাদেশের মেরুদণ্ড কৃষি নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন। জীবন জীবিকার জন্য এদেশের জনগণ ও অর্থনীতি মূলত কৃষির ওপর নির্ভরশীল। এখনও শতকরা প্রায় ৭০ ভাগ জনসাধারণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল এবং মোট জিডিপির ২২ শতাংশ আসে কৃষি থেকে। তাই কৃষি উৎপাদনে বিপর্যয় ঘটলে দেশের সামাজিক অর্থনীতি তথা অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে।
পৃথিবীর মধ্যে জনবহুল দেশ বাংলাদেশ। লোক সংখ্যা প্রায় ১৬ কোটি। প্রতিদিন জন্ম নিচ্ছে ৭ হাজার নতুন মুখ, বছরে বৃদ্ধি পাচ্ছে প্রায় ২৫ লাখ লোক। অপরদিকে রাস্তাঘাট, মিল-কারখানা, অপরিকল্পিত বাড়িঘর ইত্যাদি অবকাঠামো তৈরিতে চাষযোগ্য জমি থেকে প্রতিদিন ২২০ হেক্টর হিসেবে প্রতি বছর হারিয়ে যাচ্ছে প্রায় ৮০ হাজার ৩০০ হেক্টর জমি। বর্ধিত জনসংখ্যার জন্য পাল্লা দিয়ে নিবিড়ভাবে চাষ করা হচ্ছে ধান আর ধান। খাদ্য নিরাপত্তার জন্য ধানের সঙ্গে আনুপাতিক হারে অন্যান্য ফসলের (ডাল, তেল, শাকসবজি, ফল-মূল) চাষ আশানুরূপ বাড়ানো যায়নি। দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও অন্যান্য খাদ্য উৎপাদনে আমরা খাদ্য নিরাপত্তা অর্জন করতে পারেনি। খাদ্য নিরাপত্তার প্রথম এবং প্রধান শর্তই হচ্ছে- খাদ্য জোগানের সঙ্গে মানুষের ক্রয়ক্ষমতা থাকা অর্থাৎ নিশ্চিত আয়ের সংস্থান থাকা যার দ্বারা সবাই চাহিদা ও পছন্দমতো নিরাপদ এবং প্রয়োজনীয় আমিষসহ পুষ্টিকর খাবার সংগ্রহ করতে পারে।
বাংলাদেশের কৃষির উন্নয়ন ছাড়া দেশের দারিদ্র নিরসন করা সম্ভব নয় তাই এ ক্ষেত্রে প্রয়োজন আধুনিক প্রশিক্ষণ, স্থানীয় জাত সংরক্ষণ ও আধুনিকায়ন, সহযোগিতা। সিআরএম কৃষি সম্প্রসারণে কাজ করে যাচ্ছে

Without the development of Bangladesh’s agriculture, it is not possible to eradicate the poverty of the country,
so modern training, conservation and modernization of local breeds, and cooperation are needed in this field. CRM is working on agricultural extension.

You too can be a proud partner!!

CRM Foundation allocates funds to small organizations to celebrate various days and campaigns.

আপনিও হতে পারেন গর্বিত অংশীদার !!

সিআরএম ফাউন্ডেশন ছোট ছোট সংস্থাগুলোকে বিভিন্ন দিবস উদযাপন ও ক্যাম্পেইন করার জন্য বরাদ্দ দিয়ে থাকে। সিআরএম ফাউন্ডেশন আয়ের ৫%  টাকা জরুরী পরিস্থিতি মোকাবেলায়  ডোনেশন ও রিলিফের কাজে ব্যায় করতে বদ্ধ পরিকর।

আরো তথ্য পেতে ফোন বা মেইল করতে পারেন।

Community Resource Management

CRM- Foundation

218, Brown compound Road, Barishal.

www.crmbd.net

 Mobile +8801740-665545

 Telephone +8802478830691

 hrcrmbd@gmail.com

 infocrmbd@gmail.com

Donate Now

আপনিও হতে পারেন গর্বিত অংশীদার !!

আমরা আমাদের সকল কাজের জন্য কমিউটিনির কাছে দায়বদ্ধ এবং জবাবদিহীতার জন্য প্রস্তু। আমরা আমাদের সকল কাজ, গরিব ও অসহায় মানুষের কল্যাণে করে থাকি। আমরা বিশ্বাস করি মানুষ হিসাবে জন্ম নেয়ার ফলে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য আমাদের কিছু করনীয় আছে। এই পৃথিবী আমরা যেভাবে পেয়েছি তার চেয়ে সুন্দর করে রেখে যাওয়া আমাদের দ্বায়িত্ব। আমরা আরো বিশ্বাস করি একজনের দান অন্যজনের কাছে আমানত।  আপনি আপনার সামর্থ অনুসারে আমাদের ফাউন্ডেশনে দান করতে পারেন। আমরা আপনাকে আপনার অর্থের হিসাব দিতে প্রস্তুত। আপনি চাইলে আপনার অর্থ কিভাবে ব্যয় হয়েছে তার নথি আপনার কাছে পাঠিয়ে দেবো। আপনি আপনার দানের পরিমান ও নাম পরিচয় প্রকাশ করতে  চাইলে তা আমরা ওয়েবসাইটে প্রকাশ করবো।

সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।

সাহায্য পাঠানোর ঠিকানা

ডাকযোগের ঠিকানা

বাড়ি নং ২১৮, সিআরএম ফাউন্ডেশন

ব্রাউন কম্পাউন্ড রোড, বরিশাল।

বাংলাদেশ

Postal address

House No. 218, CRM Foundation
Brown Compound Road, Barisal. Bangladesh

ব্যাংকের ঠিকানা (Bank Address) 

CRM Foundation

Account Number : 0304602001840 (CA)

Sonali Bank Corporate Branch Barishal

Routing Number : 200060345

Barishal, Bangladesh.

Bangladesh.

মোবাইল একাউন্ট:

নগদ : ০১৭৫৫০৯৩৬০৮

বিকাশ :০১৭৪৯৯১৮৫৭৪

Mobile Account

Nogod : +8801755093608

Bikash: +8801749918574
 

 

Sharing is caring!

নোটিশ