Phone: 02478830691 Mobiel : +8801740665545        hrcrmbd@gmail.com

Network

বরিশাল বিভাগীয় শিল্পী কল্যাণ সোসাইটি

শিল্পী : শিল্পী হিসাবে সকল শিল্পের সাথে জড়িত মানুষকে বোঝাবে যেমন, সংগীত শিল্পী, যন্ত্র শিল্পী, নৃত্য শিল্পী, অংকন শিল্পী, রন্ধন শিল্পী, ধর্মীয় শিল্পী, এবং অন্যান্য শিল্পের সাথে যারা জড়িত বিশেষ করে পাট, সুতা, মৃৎ, কুটির ও অন্যান্য কাঁচামালে মাধ্যমে যারা শিল্প করেন ।

লক্ষ্য : শিল্পীদের আর্থ-সামাজিক উন্নয়ন ।

উদ্দেশ্য :
১. শিল্পীদের কল্যাণে ফান্ড তৈরী করা
২. লাভজনক খাতে ফান্ড ব্যায় করে শিল্পীদের আয় বাড়ানো
৩. শিল্পীদের অসুস্থতা, পড়া-লেখা ও আতœ নির্ভরশীল হতে ঋণ প্রদান ।
৪. আয়মূলক কাজসহ সামাজিক কাজের সাথে শিল্পীদের যোগসূত্র স্থাপন
৫. পেশা হিসাবে শিল্পীদের অধিকার নিয়ে অধিপরামর্শমূলক কাজ করা ।
৬. বরিশালে শিল্পীদের একটি শক্তিশালী সংগঠন তৈরী করা ।

কারা সদস্য হতে পারবেন : সকল বয়সের বাংলাদেশের নাগরিকত্ব শিল্পী ও তার পরিবারের সদস্যগণ ।
কারা সদস্য হতে পারবেনা : অ-বাংলাদেশী, যাদের নামে মামলা আছে, রাস্ট্রদোহী অভিযোগ আছে, রাজাকার বংশ, অপরাধের সাথে যুক্ত, নেশাগ্রস্থ ও জুয়ার সাথে সম্পৃক্ত কেউ ।

কমিটির প্রকার :

দুটি কমিটি থাকবে ১টি সাধারণ কমিটি এবং সাধারণ কমিটির ভোটে নির্বাচিত হবেন কার্যকরী কমিটি

আজিবন সদস্য : প্রতিষ্ঠাতা হিসাবে মোঃ জহিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা এই কমিটির আজিবন সদস্য হবেন ।

দাতা সদস্য : নিদ্রিষ্ট পরিমান চাঁদা দিয়ে এই সংগঠনের দাতা সদস্য হতে পারবেন ।

Sharing is caring!

নোটিশ