ফেনি, নোয়াখালী ও লক্ষীপুর এলাকায় বন্যা হওয়ার সাথে সাথে কোস্টাল রিসোর্স ম্যানেজমেন্ট ফাউন্ডেশন। বন্যা দুর্গত এলাকায় কাজ করার জন্য একটি যৌথ উদ্যোগ গ্রহন করেন। এই উদ্যোড়ে সাড়া দিয়ে এগিয়ে আসে বেশ কয়েকটি সংগঠন। সংগঠনগুলোর অংশীদ্বারিত্বের ভিত্তিতে ৩টি টিম গঠন করা হয় একটি টিম ত্রাণ দেয়ার জন্য, একটি স্বাস্থ্য সেবার দেয়ার জন্য মেডিকেল টিম, আর একটি প্রাণিদের চিকিৎসা দেয়ার জন্য। ৩টি টিম নিয়মিত কাজ করে যাচ্ছে।
বন্যার্তদের মাঝে ত্রান কর্মসূচি ১ম টিম। ত্রান সামগ্রী-(বিভিন্ন প্রতিষ্ঠান,ব্যাক্তি দান,ত্রান বক্স থেকে সংগৃহীত ) ১)থ্রি পিচ ৫০০ ২)শাড়ি-২০০ ৩)প্যান্ট+শার্ট+টি- শার্ট-৫০ বস্তা। ৪)বাচ্চাদের কাপড়-১০বস্তা। ৫)পানি-৪০ কেচ(১লিটার বোতল) ৬)শুকনো খাবার-(চিরা+বিস্কুট সামগ্রী)-৩৫০ প্যাকেট। ৭)ঔষধ-নাপা-৩০০পাতা,(১ পাতায় ১০ পিস),(স্যালাইন-১৫০০ পিস)(ন্যাপকিন-৩০০ প্যাকেট) ৮)নগদ অর্থ ৫০০০০(ধানসিঁড়ি ফিল্ম সোসাইটি -৪০০০০+মেহেদী-১০০০০) ৯)চাল-৫ কেজি করে ৩০০ জন =১৫০০ কেজি। ১০) তেল-২লিটার তেলের বোতল ৩১২ পিস ১১)লবন-৩০০ কেজি ১২)ডাল-৬০০ কেজি ১৩)আলু-২ কেজি করে ৬০০ কেজি ১৪) মোম ৫ টা করে করে ৩০০ জনে =১৫০০টা, ১৫) দিয়াশলাই-৩০০পিস।
এছাড়া মেডিকেল টিমের মাধ্যমে :
এজিসিন ২০/৩০ ml ৫০ বক্স ডক্সিক্যাপ ক্যাপসুল এক বক্স রোজীথ ৫০০, ১০০ বক্স সিরাপ, এরিথ্রোমাইসিন ১০ ফার্স্ট সিরাপ ১০০ পিচ ভিসেট ট্যাবলেট এক বক্স এলজিন ইনজেকশন ৫ পিচ ফেকজো ট্যাবলেট ১২০ এক বক্স ভাঙ্গিসন ক্রিম এক বক্স ফেকজো সিরাপ ২০০ পিচ এইচ এক্সার ট্যাবলেট এক বক্স সেকলো (20) ২ বক্স লরিক্স ক্রিম ৩০০ পিস নরমাল স্যালাইন dns, c/s, h/s ৫ পিস, ৫ পিস, ৫ পিস কমেট ৫০০ দুই বক্স রোলাক ইনজেকশন ৩০ আর ৬০- ১০ পিস সিপ্রোফ্লক্সাসিন সিরাপ ৫টা ওমিপ্রাজল ইঞ্জেকশন ৫ পিস ইমেস্টেট সিরাপ ১০০ পিস স্যালাইন সেট ২০ পিচ মিডিয়াম সাইজের ওয়ান টাইম সার্জারি হ্যান্ড গ্লাভস এক বক্স। এছাড়া প্রাথমিক চিকিৎস্যার জন্য প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়।
এনিম্যাল রিস্কউটিম তাদের তত্ত্বাবধানে ১০০০ প্রাণির চিকিৎসা দেয়ার জন্য উপকরণ প্রদান ও চিকিৎসা সেবা প্রদান করেন।
Coastal Resource Management Foundation with flooding in Feni, Noakhali and Lakshipur areas. A joint initiative was taken to work in flood affected areas. Several organizations came forward in response to this initiative.Based on the partnership of the organizations, 3 teams were formed, one team to provide relief, one medical team to provide health services, and one to treat animals.3 teams work regularly.
Relief program among flood victims 1st team. Relief materials (collected from various organizations, donations from individuals, relief boxes) 1) Three pitches 500 2) Saree-200 3) Pants+shirt+T-shirt-50 bags. 4) Children's clothes-10 bags. 5) Water-40 ketch (1 liter bottle) 6) Dry food (chira+biscuit stuff)-350 packets. 7) Medicinal Napa-300 leaves, (10 pieces in 1 leaf), (Saline-1500 pieces) (Napkin-300 packets) 8) Cash 50000 (Dhansindi Film Society-40000 + Mehndi-10000) 9) Rice-5 kg for 300 people = 1500 kg. 10) Oil-2 liter oil bottle 312 pieces 11) Salt-300 kg 12) Dal-600 kg 13) Potato-2 kg 600 kg 14) Wax 5 pieces for 300 people = 1500 pieces, 15) Dishes-300 pieces
Besides, necessary medicines for primary treatment are provided.
Animal Rescue Team provides medical care and supplies to the 1,000 animals under their care.
https://www.facebook.com/profile.php?id=100087416161122
COASTAL RESOURCE MANAGEMENT CRM- Foundation 218, Brown coumpund Road, Barishal. www.crmbd.net Information officer Md. Naymun Islam 01740-665545
Mobie +8801740-665545
Telephone +8802478830691
hrcrmbd@gmail.com
infocrmbd@gmail.com
© This website is owned by CRM Foundation. Copying any of its content is illegal www.crmbd.net
Website Design and Developed by ENGINEERS BD NETWORK