Phone: 02478830691 Mobiel : +8801740665545        hrcrmbd@gmail.com

বন্যা দুর্গত এলাকায় সেচ্ছাসেবক প্রেরণ প্রসঙ্গে

প্রিয় বন্ধুরা, আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা এবং আরো ছয়টি প্রতিষ্ঠান এবং এর অঙ্গ সংগঠন মিলে ৪৬ টার মত সংগঠন একত্রিত হয়ে আমরা বন্যার্তদের পাশে দাঁড়াবোএবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তাদেরকে পুনর্বাসন করার জন্য এবং মহামারীর আক্রান্ত মানুষদের চিকিৎসা সেবা সহ মৌল-মানবিক চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করব ।পাশাপাশি প্রাণীদের চিকিৎসা সহ,সংরক্ষন এর কার্যক্রম হাতে নিবো।আর সেজন্য আপনাদের সবার সাহায্য সহযোগিতা দরকার। আসুন মানুষের পাশে দাঁড়াই ।
আজকের সভা’র সিদ্ধান্ত সমূহ:

01. এ্যানিমেল রেসিকিউ টিম গঠন।

2. শুকনো খাবারের জন্য বরিশালের বিভিন্ন কোম্পানী গুলোকে নক করা।

3. ইউনিসেফ থেকে শুরু করে সকল সংস্থা বা প্রতিষ্ঠানকে পার্সোনালী নক করা।

4. স্যানিটারী ন্যাপকিন সংগ্রহ। 5. পোশাক সংগ্রহ। 6. স্যালাইন ও ফার্স্ট এইড সংগ্রহ।

7. নির্ধারিত ৫টি লোকেশনে ব্যানার টানানো এবং বিভিন্ন স্পটে ফেস্টুন টানানো।

8. মাইকিং করা বরিশাল শহরে। মাইকিং এর রেকর্ড তৈরি।

9. ভলান্টিয়ার টিম প্রস্তুত রাখা।

10. ২৮ আগস্টের মধ্যে অবস্থা ভিত্তিতে টিম যাত্রা করা।

নোটিশ