আগামী রবিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস , সংস্থার পক্ষ থেকে যথাযথ মর্যাদায় দিবসটি পালনের জন্য সিআরএম ফাউন্ডেশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে । মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দিবসটি পালনে গোটা জাতির সাথে আমাদের সংস্থার পক্ষ থেকে আমরাও বরাবরের মত অংশীদার হবো । এই দিনটিতে বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করতে চাই স্বাধীনতার জন্য আত্মদানকারী দেশের বীর সন্তানদের। শ্রদ্ধা জানাই মহান স্বাধীনতার রূপকার বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় নেতা, নৃশংস গণহত্যার শিকার লাখো সাধারণ মানুষ এবং সম্ভ্রম হারানো মা-বোনের প্রতি। ১৯৭১ সালের তাৎপর্যপূর্ণ এই দিনটিকে স্মরণ করে গভীর শ্রদ্ধা ও ভাব গাম্ভীর্যের মাধ্যমে পালন করার জন্য সরকারী প্রোগ্রামের সাথে সবাই অংশগ্রহন করবেন বলে আশা করি।
আগামী ২৬ মার্চ (রোববার) সংস্থার সকল সহকর্মীদের জুম লিংকের মাধ্যমে সকাল ৩ টা থেকে বেলা ৪টা পর্যন্ত আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন। ফাউন্ডেশনের সভাপতি এ্যাডভোকেট ফাহিমা সুলতানা।