Phone: 02478830691 Mobiel : +8801740665545        hrcrmbd@gmail.com

সেচ্ছাসেবী ফারজানা আফরোজের অভিজ্ঞতা সনদ ইস্যু সংক্রান্ত

নোটিশ:

ফারজানা আফরোজের আবেদনের প্রেক্ষিতে তার সেচ্ছাসেবা কাজের কৃতজ্ঞতায় তাকে সনদ দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয় যেটি ৪ মে ২০২৩ তারিখ ইস্যু করা হয়েছে। ফারজানা আফরোজ ১ জুন ২০২০ থেকে অত্র সংস্থায় তার শ্রম ও মেধা দিয়ে নারী উন্নয়ন, যুবকদের উন্নয়নে ভূমিকা পালন করে আসছেন। সিআরেএম ফাউন্ডেশন ফারজানা আফরোজের সাফল্য কামনা করে এবং অত্র সংস্থায় তার দীর্ঘমেয়াদী সেবা কামনা করে ।

Resume – Farzana (1)

অভিজ্ঞতা সনদের এক কপি ফারজানা আফরোজকে প্রদান করে, হুবহু ফটোকপি ব্যক্তিগত ফাইলে সংরক্ষণ করার জন্য সমন্বয়কারী-এইচআর ও প্রশাসনকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ধন্যবাদান্তে,

এ্যাডভোকেট ফাহিমা সুলতানা

সভাপতি-সিআরএম ফাউন্ডেশন।

নোটিশ